কুরবানির ফজিলত

কুরবানির ফজিলত সম্পর্কে বলতে গেলে অনেক ফজিলতই বলা হবে,কিন্তু এর ফজিলত বলে কখনো শেষ করা যাবে না। কুরবানি সরাসরি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত, এবং মহান আল্লাহ তায়ালার আদেশ। যার উপর কুরবানি ওয়াজিব, তাকে অবশ্যই কুরবানি দিতে হবে,আর না হয় সে গোনাহগার হবে।

আজকে একটি মাত্র ফজিলত এখানে তুলে ধরা হবে যেটি খুবি দামি একটি ফজিলত, তাহল আসুন জেনে নেওয়া যাক কি সেই ফজিলত। 

হাদিস 

আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুরবানির ইচ্ছা করলে দু’টি মোটাতাজা, মাংসল, শিংযুক্ত, ধুসর বর্ণের ও খাসি করা মেষ ক্রয় করতেন। অতঃপর এর একটি নিজ উম্মাতের যারা আল্লাহ্‌র একত্বের সাক্ষ্য দেয় এবং তাঁর নবুয়াতের সাক্ষ্য দেয় তাদের পক্ষ থেকে এবং অপরটি মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর পরিবারবর্গের পক্ষ থেকে কোরবানি করতেন। [৩১২২]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *