আইইউবিএটি’ র প্রথম উপ উপাচার্য অধ্যাপক মাহমুদা খানমের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) প্রথম উপ উপাচার্য এবং পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক মাহমুদা খানমের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

আজ ২৪ এপ্রিল শনিবার মরহুমার রুহের মাগফিরাত কামনায় এক ভার্চুয়াল স্মরণ সভা এবং দোয়ার আয়োজন আয়োজন করা হয়।

সভায় স্মৃতিচারণ মূলক বক্তব্য প্রদান করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব রেজিস্ট্রার অধ্যাপক মোঃ লুৎফর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের ডিন, চেয়ার, ডিরেক্টর, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী।

বক্তাগণ শিক্ষার উন্নয়ন,নারী উন্নয়ন ও জনসেবার উপর অধ্যাপক খানম এর অবদানের কথা তুলে ধরেন।

অধ্যাপিকা মাহমুদা খানম ২৪শে এপ্রিল ২০১৭ সালে ইন্তেকাল করেন। উল্লেখ্য যে, অধ্যাপিকা মাহমুদা খানম উপ-সচিব ও উপদেষ্টা হিসেবে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ নারী পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। ১৯৯১ সালে প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি আইইউবিএটির সাথে জড়িত ছিলেন। তিনি ১৯৯৯ সালে আইইউবিএটির উপ-উপাচর্য হিসেবে যোগদান করেন এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*