স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে নর্দান ইউনিভার্সিটিতে ভার্চুয়াল আলোচনা সভা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ‘স্বাধীনতা যুদ্ধে বীরাঙ্গনাসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের অবদান’ নিয়ে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ, ২০২১ শুক্রবার সন্ধ্যায় এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনইউবি ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন এনইউবি এর রেজিস্টার কমোডর এম. মনিরুল ইসলাম (অব:), সন্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল করিম, সন্মানিত আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম ও জনস্বাস্থ্য বিভাগ এর বিভাগীয় প্রধান, অবসরপ্রাপ্ত লেফটেনেণ্ট কর্নেল প্রফেসর সরদার মাহমুদ হাসান।

এছাড়া, বিভিন্ন অনুষদ ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সন্মানিত শিক্ষকবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।





About লেখাপড়া বিডি ডেস্ক 1519 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*