নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাস, আশকোনা উত্তরাতে ১৩ মার্চ ২০২১, শনিবার আইসিটি এন্ড সফট স্কিলস ডেভেলপমেন্টের উপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। ওয়ার্কশপের সভাপতিত্ব করেন উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম (ডি)।
উক্ত ওয়ার্কশপে বিশেষ অতিথি ছিলেন বাংলা অনুষদের ডিন প্রফেসর ড. রকিবুল হাসান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিরিয়ারিং বিভাগের প্রধান মো. রায়হান-উল-মাসুদ, আইকিউএসি এর ডিরেক্টর প্রফেসর ড. কাজী শাহদাত কবির, ঈশা গ্রুপের চেয়ারম্যান জনাব ইসরাফিল হোসেন, সাভার ট্রাস্ট কলেজের প্রিন্সিপাল মো: মহিউদ্দিন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ তানজীম হোসেইন।
অনুষ্ঠানে রিসোর্স পারসোন হিসেবে ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী প্রফেসর মো. মাজহারুল ইসলাম আর সঞ্চালনায় ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের লেকচারার জনাব তাওসিফ আলী।
এছাড়া, বিভিন্ন বিভাগের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনলাইন শিক্ষা বিস্তারে তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক গড়ার প্রত্যয় নিয়ে রাজধানীর বিভিন্ন কলেজের প্রায় ৭০জন শিক্ষককে নিয়ে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। যুগোপযোগী এ ধরণের প্রশিক্ষণ আয়োজন করার জন্য নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন অংশগ্রহণকারী শিক্ষকরা।