বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের পরীক্ষা বন্ধের নির্দেশ ইউজিসির

By মোঃ মিলন ইসলাম

Updated on:

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ল্যাব ও চলমান সব ধরনের পরীক্ষা আগামী ২৩ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। অধ্যয়নরত শিক্ষার্থীদেরও সব ধরনের পরীক্ষা কার্যক্রমে অংশ না নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (০৮ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশ প্রকাশ করা হয়।

ইউজিসির নির্দেশে উপাচার্যদের উদ্দেশ্যে বলা হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ছাড়া ল্যাব ও সব ধরনের পরীক্ষা আগামী ২৩ মে পর্যন্ত বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।

ইউজিসির এ নির্দেশনার কপি দেশের ১০৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারদের পাঠানো হয়েছে।

Leave a Comment