প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে, জানালেন প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

মঙ্গলবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘স্কুল শুরু হলেও প্রতিদিনই সব শ্রেণির ক্লাস থাকবে না। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস থাকবে সবচেয়ে বেশি।’

সপ্তাহে ১ দিন বা ২ দিন করে ক্লাস হবে বলে জানান গণশিক্ষা প্রতিমন্ত্রী।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সাথে এ নিয়ে আলোচনা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষক, কর্মচারিদের যেন ভ্যাকসিন দেয়া হয়; সে জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে।’

করোনাভাইরাস মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।





About মোঃ মিলন ইসলাম 1011 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*