ষাটোর্ধ সবুর ৯ সদস্যের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন

By MD. IQBAL HOSSAIN

Published on:

Advertisements

নেই মাথা গোজার ঠাঁই, দিনের খাবার জোগাড় হয় ভিক্ষাবৃত্তি অথবা দিনমজুর করে। পরিবারের সদস্যদের অধিকাংশই প্রতিবন্ধী। এরকম এক অভিশাপের বোঝা বয়ে বেড়াচ্ছেন কয়রা উপজেলার ফতেকাটি গ্রামের ষাটোর্ধ বৃদ্ধ ব্যক্তি সবুর শেখ। পেটে ক্ষুধা নিয়ে কনকনে শীতের রাতে ঘুমায় রাস্তার পাশে ছোট্ট একটি ঝুপড়িতে। দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট হয়ে বেঁচে থাকার স্বপ্ন যেন তার কাছে নিতান্তই মরীচিকা।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বাগালি ইউনিয়নের ফতেকাটি গ্রামের সবুর শেখ অভাব অনাটনে জর্জরিত হয়ে জীবিকার অন্বেষণে গত এক যুগ আগে স্ত্রী ও তিন বুদ্ধি প্রতিবন্ধী সন্তান নিয়ে চলে আসে খুলনা শহরে। থাকতো ফুটপাথে, করতো সব ধরনের কাজ। এখানে একটি বুদ্ধি প্রতিবন্ধী ছেলের সাথে তার মেয়েকে বিয়ে দেয়। মেয়ের বিয়ের পর জামাই মেয়েও থাকতে শুরু করে তার পরিবারে। পরে মেয়ের কোলে একে একে এলো ৩ সন্তান। কিন্তু দুর্ভাগ্য তারাও বুদ্ধি প্রতিবন্ধী। পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সবুর তার ভাগ্যের চাকা সচল করতে পারেনি।

জীবন যাত্রার মানোন্নয়নে ব্যর্থ হয়ে ব্যর্থ হয়ে খুলনা শহর ছেড়ে গত ৫ বছর আগে পুনরায় ফিরে আসে তার জন্মভূমি কয়রাতে। কয়রায় ফিরে দেখে ঘরটাও নাই, দখল নিয়েছে প্রতিবেশি। সেই থেকে রাস্তার ধারে ঝুপড়ি বেধে বসবাস করে আসছে ৯ সদস্যের এই পরিবারটি।

এদিকে বয়সের ভারে সবুর শেখ কাজ করার সক্ষমতা হারিয়ে স্ত্রী ফাতেমা বেগমকে নিয়ে শুরু করে ভিক্ষাবৃত্তি। মানসিক ভারসাম্যহীন পরিবারটি সারাদিন মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে যা পায়, তা দিয়ে খেয়ে, না খেয়ে চলে ৯ সদস্যের সংসার।

মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীনদের জন্য সারাদেশে গৃহ তৈরি করে দিচ্ছে শুনে নতুন একটা ঘর পাওয়ার স্বপ্ন দেখছেন ওই পরিবার। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের ভাষ্যমতে, জাতীয় পরিচয়পত্রে ঠিকানা অন্য স্থানের হওয়ায়, ঠিকানা জনিত জটিলতায় সবুরের ভাগ্যে এখনও জোটেনি ঘর।

প্রতিবেশীরা জানান, এই মুহূর্তে সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এগিয়ে আসলে অসহায় এই পরিবারটি হয়তো কিছুটা হলেও আলোর মুখ দেখতে পাবে।

এ বিষয়ে বাগালী ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার পাড় বলেন, কিছুদিন আগে বিষয়টি জেনেছি। বিভিন্ন সময়ে আমরা ত্রাণ সহযোগিতা করেছি। তবে খুলনা সদরের ভোটার হওয়ায় আমাদের ইচ্ছা থাকার পরেও অনেক কিছু করতে পারিনা। দ্রুত জাতীয় পরিচয় পত্রের ঠিকানা পরিবর্তনের মাধ্যমে ঘরের ব্যবস্থা করা হবে।

কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব সাগর হোসেন সৈকত জানান, বিষয়টি সম্প্রতি আমরা জেনেছি। দ্রুতই ওই পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি ঘরের ব্যবস্থা করা হবে।

Leave a Comment