“শায়খুল হাদিস শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (রহ.) এর স্মারকগ্রন্থ প্রকাশনা উৎসব ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত “

১৪ জানুয়ারী ২০২১ খ্রি. বৃহষ্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় এশিয়াবিখ্যাত মহান দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শায়খুল হাদিস শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (রহ.) স্মারকগ্রন্থ প্রকাশনা উৎসব ও সংবর্ধনা সভা অধ্যক্ষ আল্লামা মুফতী সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, চট্টগ্রাম এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও বিশিষ্ঠ শিক্ষানুরাগী আলহাজ্ব মুহাম্মদ মহসিন। প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আহসান সাইয়্যেদ (আহসান উল্লাহ)।

শেরে মিল্লাত স্মারকগ্রন্থ উৎসব ও সংবর্ধনা সভায় উপস্থিতির একাংশ।

সংবর্ধেয় অতিথি চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রাক্তণ শিক্ষার্থী, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর, অনুবাদে আন্তর্জাতিক নোবেলখ্যাত শেখ হামাদ এ্যাওয়ার্ড প্রাপ্ত ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক ও গবেষক প্রফেসর ড. সাইয়েদ আবদুল্লাহ আল মারূফ কে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসাইন।
আল ইমাম মুসলিম (রহ.) ফাউন্ডেশনের আয়োজনে এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বরেন্য আলেমে দ্বীন, বিষ্ময়কর প্রতিভার অধিকারী, এশিয়ার বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়ার শাইখুল হাদিস, শেরে মিল্লাত, আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (রহ.) স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তরা বলেন, ইসলামি জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে গ্রন্থটি একটি নতুন সংযোজন। যাতে শেরে মিল্লাতের জীবন-কর্ম, আহলে সুন্নাত, মসলকে আলা হযরত, আনজুমান, সিলসিলা, গাউছিয়া কমিটি বিশেষ করে সুন্নি দর্শন সম্পর্কে ব্যাপক আলোচনা স্থান পেয়েছে। প্রায় ৮৮জন সম্মানিত ইসলামি স্কলার, বুদ্ধিজীবি, মুফতি, মুহাদ্দিস, ডক্টর, অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ অনেক খ্যাতিমান লেখকের লেখায় সমৃদ্ধ এ স্মারকগ্রন্থ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুহাম্মদ মহসিন বলেন আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী জ্ঞানের সাগর ও অনেক গুনের অধিকারী ছিলেন। প্রধান আলোচক প্রফেসর ড. মুহাম্মদ আহসান সাইয়্যেদ (আহসান উল্লাহ) বলেন, আল্লামা নঈমীর খেদমত শুধু জামেয়া-আনজুমান তথা চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তা বিশ্বময় বিস্তৃত।

সংবের্ধয় অতিথি প্রফেসর ড. সাইয়েদ আবদুল্লাহ আল মারূফ বলেন, আমি আজ আর্ন্তজাতিক নোবেলখ্যাত কাতার সরকার কর্তৃক প্রদত্ত আল হামাদ এওয়ার্ড ফর ট্রান্সলেশন এ- ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং-২০২০ পুরস্কারে ভূষিত হওয়া মূলত জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অবদান এবং আমার পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু শাইখুল হাদিস আল্লামা নঈমী হুজুরসহ জামেয়ার আসাতাজায়ে কেরামের দোয়ার ফসল। আমি আমার এ প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান জামেয়াকে শ্রদ্ধার সাথে স্বরণ করি।
অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমানের তত্ত্বাবধানে স্মারকগ্রন্থটি সম্পাদনা করেন, রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল, বিশিষ্ট লেখক ও গবেষক, ইসলামি চিন্তাবিদ, আল ইমাম মুসলিম (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ড. মুহাম্মদ আবদুল হালিম আলক্বাদেরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এডিশনাল জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ সামশুদ্দিন, এসিসটেন্ট জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন শাকের, গাউসিয়া কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোছাহেব উদ্দিন বখতিয়ার, মহাপরিচালক আনজুমান রিচার্স সেন্টার আল্লামা এম, এ, মান্নান, অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ আবদুল আলীম রেজভী, উপাধ্যক্ষ মাওলানা ড. মুহাম্মদ লিয়াকত আলী, ফকীহ্ আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, শাইখুল হাদিস আল্লামা হাফেয মুহাম্মদ সোলায়মান আনসারী, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতীব, মুহাদ্দিস আল্লামা সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মাওলানা ড. মুহাম্মদ জাফর উল্লাহ, মাওলানা মুহাম্মদ মোরশেদুল হক, ড. মোহাম্মদ আরিফুর রহমান, ড. মোহাম্মদ আবদুল মাবুদ, ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রেজভী, অধ্যক্ষ আল্লামা নাসির উদ্দিন তৈয়বী, অধ্যক্ষ আল্লামা আবু তৈয়ব চৌধুরী, উপাধ্যক্ষ মাওলানা আবদুল আজিজ আনোয়ারী, উপাধ্যক্ষ ড. মুহাম্মদ খলিলুর রহমান, উপাধ্যক্ষ আল্লামা আবদুল ওয়াদুদ, আরবি প্রভাষক গোলাম মোস্তফা মুহাম্মদ নুরুন্নবী, ইসলামের ইতিহাসের প্রভাষক মাওলানা মোহাম্মদ ইলিয়াছ আলক্বাদেরী, অধ্যক্ষ মুহাম্মদ সরওয়ার উদ্দিন, বিভাগীয় প্রধান আল কুরআন মাওলানা মুহাম্মদ জিয়াউল হক রেজভী, বিভাগীয় প্রধান আল হাদিস মাওলানা মুহাম্মদ হামেদ রেযা নঈমী, প্রভাষক আল হাদিস মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ আযহারী, আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ কাসেম রেযা নঈমী প্রমূখ। পরিশেষে সালাত-সালামের পর মহান আল্লাহর দরবারে সভায় উপস্থিত সকলের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং বর্তমান মহামারী কোভিট- ১৯ হতে সকলের হেফাজত কামনা করে মুনাজাত করেন অধ্যক্ষ আল্লামা মুফতী সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী





About মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন 51 Articles
তিনি বর্তমানে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা, ষোলশহর, চট্টগ্রামে শিক্ষকতা করছেন এবং মসজিদ- এ রহমানিয়া গাউসিয়া, শীতলঝর্ণা আ/এ, অক্সিজেন, বায়েজিদ, চট্টগ্রাম-এ সম্মানিত খতিব হিসেবে নিযুক্ত আছেন। এর আগে তিনি মাদরাসা-এ তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দরসে নেযামী, মোহরা, চট্টগ্রামে ৫ বছর শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*