২০১৯ সালের ৪র্থ বর্ষ অনার্স স্থগিত পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ৪ জানুয়ারী ২০২১ তারিখে প্রকাশ করা হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষা করােনা ভাইরাস (COVID19) এর কারণে স্থগিত করা হয়। স্থগিত এসব পরীক্ষা আগামী ১৭/০১/২০২১ খ্রিস্টাব্দ হতে অনুষ্ঠিত হবে। ইতােমধ্যে ৩য় বর্ষ অনার্স ব্যবহারিক এবং বিভিন্ন প্রফেশনাল পরীক্ষা শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাসমূহ সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থী এবং পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট শিক্ষকসহ অন্যান্যদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ডওয়াস, সাবান ইত্যাদি ক্রয়ের লক্ষ্যে আর্থিক প্রণােদনা বরাদ্দের সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রতিটি কেন্দ্রের অধ্যক্ষ/ভারপ্রাপ্ত কর্মকর্তাকে স্বাস্থ্য সামগ্রী সংগ্রহ ও তা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবহার নিশ্চিত করে পরীক্ষা গ্রহণের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরােধ করা হয়েছে।
আরও পড়ুনঃ- ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার পুনঃসংশোধিত সময়সূচী দেখুন
লেখাপড়াবিডি/
Leave a Reply