নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর মাঝে সমঝোতা চুক্তি

উচ্চশিক্ষার প্রসার ও কর্মমূখী শিক্ষার কল্পে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর মধ্যে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এক সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। ২২ নভেম্বর ২০২০, (রোববার) বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনইউবি এর পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ টাস্ট্রের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. নজরুল ইসলাম (ডি), রেজিস্ট্রার কমোডোর এম. মুনিরুল ইসলাম (অব.), আইটি ডিরেক্টর জনাব সাদ-আল-জাবির আব্দুল্লাহ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. জাবেদ মাহমুদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।

ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রেসিডেন্ট জনাব শামস মাহমুদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন কে এ মোবিন, এফসিএ এন্ড এফসিএস, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বাশারুদ্দিন, জেনারেল সেক্রেটারি আফসারুল আরেফীন, সেক্রেটারি মো. জয়নাল আবিদিন ও ডিবিআই এর প্রিন্সিপাল খোদেজা বেগমসহ অন্যান্য কর্মকর্তারা।

এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর মধ্যে বিভিন্ন সর্ট কোর্স, ইন্টারশীপ, প্রশিক্ষণ ও যৌথ গবেষণার ব্যাপারে একত্রে কাজ করার এক নতুন অধ্যায়ের সৃষ্টি হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *