এনইউ ডিগ্রী (পাস) ফাইনাল পরীক্ষার সনদ পত্র বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২২

ডিগ্রী ফাইনাল পরীক্ষার সনদপত্র ২০২২:  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ডিগ্রী পাস ফাইনাল পরীক্ষার সনদ পত্র বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসংক্রান্ত বিজ্ঞপ্তিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ১৩ এপ্রিল প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের ডি্গ্রী পাস ফাইনাল পরীক্ষার সনদপত্র কলেজ প্রতিনিধির নিকট বিতরণ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হতে সংশ্লিষ্ট  কলেজের প্রাধিকারপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে নিচে দেয়া সময়সূচি অনুযায়ী সনদপত্র গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিভাগ/জেলার নাম বিতরণের স্থান ও ঠিকাণা বিতরণের তারিখ
ঢাকা বিভাগ ( ঢাকা মহানগর,ময়মনসিংহ বিভাগ, ব্রাক্ষণবাড়ীয়া ও চাদপুর জেলা)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস

গাজীপুর-১৭০৪। ফোন: ০২-৯৯৬৬৯১৫৬৭

২০/০৪২০২২ এবং ২১/০৪/২০২২
রংপুর বিভাগ

রংপুর আঞ্চলিক কেন্দ্র

বাড়ী-৩৯০, জি এল রায় রোড,কামাল কাছনা, রংপুর-৫৪০০, ফোন: ০৫২১-৫৬০১৫

২০/০৪/২০২২
খুলনা বিভাগ ও গোপালগঞ্জ জেলা

খুলনা আঞ্চলিক কেন্দ্র

বাড়ী-২৭৭ রোড ০১ কে ডিএ সোনাডাঙ্গা আ/এ ২য় ফেজ, ‍খুলনা-৯১০০ ফোন: ০৪১-৭৩১৬৭৩

২০/০৪/২০২২
রাজশাহী বিভাগ

রাজশাহী আঞ্চলিক কেন্দ্র

বাড়ী -৩৫৪ , বালিয়া- পুকুর বড়বটতলা , ঘোড়ামারা -রাজশাহী ফোন:  ০৭২১-৭৬২১৪১

২০/০৪/২০২২
চট্রগ্রাম বিভাগ

চট্রগ্রাম আঞ্চলিক কেন্দ্র

বাড়ী নং ৬৬/ডি, রোড নং ০১ (জামে মসজিদ সংগল্ন) দক্ষিন খুলশি, চট্রগ্রাম, ফোন: ০৩১-২৮৫৫৮২৮

২১/০৪/২০২২
সিলেট বিভাগ

সিলেট আঞ্চলিক কেন্দ্র

আহাদ ভিলা, পাঠানটোলা পয়েন্ট,সিলেট -৩১০০ ফোন: ০৮২১-৭২৯১০২

২১/০৪/২০২২
বরিশাল বিভাগ  এবং মাদারীপুর ও শরিয়তপুর জেলা

বরিশাল আঞ্চলিক কেন্দ্র

বাড়ী ১০০০, ওয়ার্ড -২, মেডিকেল কলেজ লেন দক্ষিণ আলেকন্দা, বরিশাল- ৮২০০ ফোন: ০৪৩১-৬১১৬৮

২১/০৪/২০২২

উপরে উল্লেখিত তারিখসমুহে ও স্থানসমুহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পাস ফাইনাল পরীক্ষার সনদপত্র বিতরণ করা হবে।





About মোঃ মিলন ইসলাম 1011 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*