নিজ বিদ্যালয়ের মূল্যায়নে শিক্ষার্থীরা অষ্টম থেকে নবম শ্রেণিতে উন্নীত হবে: শিক্ষা মন্ত্রণালয়

করোনার কারণে চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা এ বছর অনুষ্ঠিত হবে না। তবে এসব শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত হবে।

বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন। এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে যথাসময়ে নির্দেশনা প্রদান করা হবে।

এর আগে গত ২৭ আগষ্ট শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, করোনার কারণে এ বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

তবে এসব পরীক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা হবে কি-না বা কীভাবে মূল্যায়ন করা হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন শিক্ষার্থী-অভিভাবকরা। ঢাকা শিক্ষা বোর্ড এ ব্যাপারে বিজ্ঞপ্তি দিলেও কোন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে তা উলেত্লখ করেনি।





About মোঃ মিলন ইসলাম 1011 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*