জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে ভার্চুয়াল ‘আলোচনা সভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ভার্চুয়াল ‘আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য জনাব মন্ত্রী টিপু মুনশি, এমপি।

আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন উপ-উপাচার্য (মনোনিত) প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির।

ভাচুয়াল সভায় সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রফেসর ড. কাজী শাহাদাৎ কবীর।

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার। তিনি আমাদের মাঝে হাজার বছর অমর হয়ে থাকবেন। তার দেখানো পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি তরুণ ছাত্র সমাজকে বঙ্গবন্ধুর আদর্শ লালন করার আহবান জানান।’

আলোচনা শেষে এক ভার্চুয়াল দোয়া ও মোনাজাতে আয়োজন করা হয়।





About লেখাপড়া বিডি ডেস্ক 1519 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*