মেহেদী পাতায় লেখা অভিমান

কবিতা : মেহেদী পাতায় লেখা অভিমান
লেখা : Orpita oyshorjo

রাঙ্গিয়ে দিবে কি আমার দু হাত মেহেদী পাতার রঙ্গে ,
আমিও আজ সাঁজবো নানান ঢংগে ।
আসছে যে ঈদ ,
তুমি কথা দিয়েছিলে এবার ঈদে নাকি রাঙ্গিয়ে দিবে আমায় মেহেদী পাতার রঙ্গে ,
আমি তো হাজারবার বহুবার প্রতিক্ষায় আছি এই দিনটার,
জানো নিজেকে আজকাল বড্ড বেশী একা মনে হয়
মেহেদী পাতায় আড়াল করে রাখতে ইচ্ছে হয় ?
শুনেছি মেহেদী পাতার রং নাকি লাল রক্তের মত
লাল রং তো কষ্টের যন্ত্রণার
আমার ভেতরের কষ্ট যন্ত্রণা গুলো
এমন সব যে,তার
সামনে দাঁড়াতে নিজেরই
ভয় হয় আজকাল।

তুমি কেমন আছো?
আচ্ছা বিরক্ত হচ্ছো না তো?
জানো আমার কষ্ট গুলো আর তোমার অবহেলা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলেছে
আমার ভেতর আমার বাহির ।
ভেজা মেঘের মতো উড়তে উড়তে চলে যাচ্ছে আরো একটা ঈদ ,
আজন্ম শূন্য অনন্তকে আরো শূন্য করে দিয়ে,
আমার হাতে গড়া আমার পৃথিবীটা আমাকেই কষ্ট দিচ্ছে ।

উদাস দুপুরে বাতাসে শীষ দেয়
আর পায়ে পায়ে ঘুরে ফেরে
ছায়ার মতন স্মৃতি,
সুখী হতে চেয়ে
এখন দেখি দাঁড়িয়ে আছি একলা একা এই আমি;
কষ্টের তুষার পাহাড়ে , জমাট বাঁধা কষ্টে
আমি আজো প্রতিক্ষায় তোমার ,
তুমিই তো সেদিন বলেছিলে “ভেজা মেঘের মতো
অবুঝ আকাশে উড়তে উড়তে
জীবনের সুতোয় যদি টান পড়ে কখনো,
সেদিন এসো তোমার হাতে মেহেদী পাতার রঙ্গে রাঙ্গিয়ে দিবো ,
আজ সুতোয় আমার যে টান পড়েছে
রাঙ্গিয়ে দিবে কি আমায় , 

আমি জানি,
এখনো তুমি কষ্ট নিয়ে ঘুরে বেড়াও।
প্রচন্ড এক অভিমানে ক্ষণে ক্ষণে গর্জে ওঠো
কেউ না জানলেও ,
আমি জানি ।
কেন তুমি এমন করে কষ্ট পাও?
কেন আজো তুমি একলা থাকতে চাও
এই দেখো আমি আজো বসে আছি তোমার প্রতিক্ষায়
তুমি আসবে , তোমাকে আসতেই হবে মেহেদী পাতার রঙ্গে রাঙ্গিয়ে দিতে না হয় আমার ভালোবাসার টানে 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *