প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা গ্রহণের কোন নির্দেশনা দেয়া হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এসংক্রান্ত একটি নোটিশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত নোটিশে বলা হয়েছে, শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা গ্রহণের কোন নির্দেশনা প্রদান করা হয়নি। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা ও সংক্রমণ প্রতিরোধে সব নির্দেশনা ও কার্যক্রম বাস্তবায়ন এবং শিক্ষার্থীরা যাতে ঘরে থাকে, নিরাপদে থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে, ‘ঘরে বসে শিখি’ পাঠে অংশগ্রহণ ও বাড়ির কাজ সম্পাদন করাসহ লেখাপড়ায় মনোযোগী থাকে, সে জন্য স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে ও নিরাপদে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গগত, করোনা ভাইরাসের কারণে সম্প্রতি বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা নেওয়া হবে এমন কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে।
Leave a Reply