জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২০২০ সালের দাখিল ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সময় আবারও বাড়িয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।
এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষাবোর্ড, ঢাকা। আগামী ৩০ জুন পর্যন্ত দাখিল ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ফরম পূরণের ফি জমা দেয়া যাবে। আগামী ৭ জুলাই অনলাইনে ফরম পূরণ ও সাবমিশনের সর্বশেষ তারিখ নির্ধারণ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। আর বিলম্ব ফি ছাড়াব রেজিস্ট্রেশনের ফি জমা।দেয়া যাবে না।এসব তথ্য জানানো হয় প্রকাশিত বিজ্ঞপ্তিতে।
এর আগে ৯ ফেব্রুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় দেয়া হলেও পরে করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। এরপর আবার ৩১ মে পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হয়েছিল।
Leave a Reply