কবিতা: কাল্পনিক হিমু
লেখা: Orpita Oyshorjo
আচ্ছা আপনি কি হিমু হবেন , হিমুতে আপনাকে বেশ মানাবে °
ভেবেছিলাম আপনি হয়তো হিমু হবেন
যাকে নিয়ে চৌ রাস্তার মোড় ধরে হাঁটব ভেবেছিলাম।
আচ্ছা আপনার কী কটকটে হলুদ রঙের পাঞ্জাবি আছে
সেটা পড়ে না হয় একটা দিন হিমু সাজবেন
আমিও না হয় তখন একটা নীল শাড়ি পরম যত্নে গায়ে জড়াব
না হয় রুপার মত বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষাতে থাকবো
না হলো আমাদের দেখা , তবু আমরা যেন কত চেনা
আচ্ছা আপনি কি একগুচ্ছ নীলপদ্ম নিয়ে হিমু সেজে রাস্তায় দাড়িয়ে থাকবেন ,
নাকি মাঝে মধ্যে আমাকেও দুই একটা চিঠি লিখবেন
আমিও না হয় চিঠির অপেক্ষাতে থাকবো
আপনি কি আমায় এক শ্রাবণ সকাল দিবেন
আমিও না হয় তখন প্রতিটি গোধূলি আপনার নামে উইল করে দিব
আচ্ছা আপনি কি একটা দিন আমার খোঁপায় সুবাসে ভরপুর হলুদগোলাপ গুঁজে দিবেন
হলুদগোলাপ আমার বেশ পছন্দের
তখন আমিও না হয় প্রতিবার গোলাপের সুবাস অনুভব করবো।
জানি এটা সত্যি হবেনা হয়তো রবে কল্পনায়
তখন এক অন্য রুপার আবির্ভাব হবে আপনার জিবনে
হয়তো সেদিন এই আমি টাই আর থাকবো না ।
Leave a Reply