বিশিষ্ট অর্থনীতিবিদ, উদ্যোক্তা উন্নয়ন, সামষ্ঠিক অর্থনীতি ও আর্থিক খাতবিশ্লেষকও অধ্যাপকড. মুহম্মদ মাহবুব আলীর সম্পাদনায় জার্মানির ল্যাম্বার্ড পাবলিশার্স থেকে ১লা জুন প্রকাশিত হয়েছে “এন্ট্রিপ্রেনিয়াল ইকোসিস্টেম এবং গ্রিন ইঞ্জিনিয়ারিং” গবেষণাগ্রন্থ. মূল্যবান এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে ঢাকা স্কুল অব ইকনোমিকস – এর উদ্যোক্তা অর্থনীতি ক্লাবের উদ্যোগে।
আর সংকলনের সার্বিক নির্দেশনায় ছিলেন প্রথিতযশা অর্থনীতিবিদ, ঢাকা স্কুল অব ইকনোমিকস – এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। বইটিতে সংকলিত হয়েছে মোট ১৬টি গবেষণা প্রবন্ধ।
প্রবন্ধগুলো লিখেছেন দেশীয় ও বিদেশি বিশিষ্ট গবেষকগণ যাদেও মধ্যে রয়েছেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. সবুর খান, মেক্সিকান অধ্যাপক ড. ভারগাসহারনান্দেস ও ড. মরলেস মেন্দ্রানো, ভারতীয় অধ্যাপক ড. সুব্রত চট্টোপাধ্যায় প্রমুখ।
বইটি দেশে উদ্যোক্তার উন্নয়ন ও গ্রীনইঞ্জিনিয়ারিং এর বিকাশ ঘটাতে যুগান্তকারী ভূমিকা রাখবে। বইটির সম্পাদক মুহম্মদ মাহবুব আলী বিশ্বাস করেন কোভডিরে আওতায় র্আথকি অর্ন্তভুক্তি বাংলাদশেরে সরকার খুব সুন্দরভাবে করছে।
Leave a Reply