“এন্ট্রিপ্রেনিয়াল ইকোসিস্টেম এবং গ্রিন ইঞ্জিনিয়ারিং” গবেষণাগ্রন্থ প্রকাশিত

বিশিষ্ট অর্থনীতিবিদ, উদ্যোক্তা উন্নয়ন, সামষ্ঠিক অর্থনীতি ও আর্থিক খাতবিশ্লেষকও অধ্যাপকড. মুহম্মদ মাহবুব আলীর সম্পাদনায় জার্মানির ল্যাম্বার্ড পাবলিশার্স থেকে ১লা জুন প্রকাশিত হয়েছে “এন্ট্রিপ্রেনিয়াল ইকোসিস্টেম এবং গ্রিন ইঞ্জিনিয়ারিং” গবেষণাগ্রন্থ. মূল্যবান এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে ঢাকা স্কুল অব ইকনোমিকস – এর উদ্যোক্তা অর্থনীতি ক্লাবের উদ্যোগে।

আর সংকলনের সার্বিক নির্দেশনায় ছিলেন প্রথিতযশা অর্থনীতিবিদ, ঢাকা স্কুল অব ইকনোমিকস – এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। বইটিতে সংকলিত হয়েছে মোট ১৬টি গবেষণা প্রবন্ধ।

প্রবন্ধগুলো লিখেছেন দেশীয় ও বিদেশি বিশিষ্ট গবেষকগণ যাদেও মধ্যে রয়েছেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. সবুর খান, মেক্সিকান অধ্যাপক ড. ভারগাসহারনান্দেস ও ড. মরলেস মেন্দ্রানো, ভারতীয় অধ্যাপক ড. সুব্রত চট্টোপাধ্যায় প্রমুখ।

বইটি দেশে উদ্যোক্তার উন্নয়ন ও গ্রীনইঞ্জিনিয়ারিং এর বিকাশ ঘটাতে যুগান্তকারী ভূমিকা রাখবে। বইটির সম্পাদক মুহম্মদ মাহবুব আলী বিশ্বাস করেন কোভডিরে আওতায় র্আথকি অর্ন্তভুক্তি বাংলাদশেরে সরকার খুব সুন্দরভাবে করছে।

বইটি ডাউনলোড করুন 





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*