পিইসি ও জেএসসি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশ

২০১৯ সালের পিইসি ও জেএসসি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশ: ২০১৯ সালের পিইসি ও জেএসসি বৃত্তিপ্রাপ্তদের বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের ব্যাংক একাউন্ট খোলার নির্দেশে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) । 

নির্দেশনায় বলা হয়েছে আগামী জুন মাসের ৩ তারিখের মধ্যে ‍শিক্ষার্থীদের নিজেদের নামে ব্যাংক একাউন্ট খোলার জন্য বলা হয়েছে । এবং জুনের ৫ তারিখের মধ্যে ব্যাংক একাউন্টের হিসাব নম্বর পাঠানোর জন্য বলা হয়েছে। 

এ সংক্রান্ত একটি নির্দেশনা গত ১০ মে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, ২০১৯ সালে পিইসি ও জেএসসি পরীক্ষায় রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বরাদ্দকৃত টাকা অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক জিটুপি (ইএফটি) এর আওতায় অনলাইনে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।

এজন্য প্রতিষ্ঠান প্রধানদের এ দুই পরীক্ষায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের একক বা অভিভাবকদের যৌথ নামে অনলাইন সুবিধা সম্পন্ন যেকোনো তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংকে আগামী ৩ জুনের মধ্যে অনলাইন ‘স্কুল ব্যাংক হিসাব’ বা ‘ব্যাংক হিসাব’ খুলে তা ৫ জুনের মধ্যে এমআইএসই-এ আপলোড করতে নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্য প্রেরণের ক্ষেত্রে নিম্মের বিষয়গুলাে নিশ্চিত হয়ে আপলােড করতে হবে –

  • বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়মিত  ধারাবাহিকভাবে অধ্যয়নরত আছে কিনা 
  • পাঠ বিরতিধারী এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বাের্ড হতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য প্রেরণ না করা
  • শিক্ষার্থীদের নামীয় অনলাইন ব্যাংক হিসাব নম্বর সঠিক ভাবে পূরণ করা।
  • এ বিষয়ে কোন ধরনের ভুল বা অনিয়ম পরিলক্ষিত হলে প্রতিষ্ঠান প্রধানগণ ব্যাক্তিগতভাবে দায়ী থাকবেন।

 





About মোঃ মিলন ইসলাম 1011 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*