নর্দান ইন্টাঃ মেডিকেল কলেজ অধ্যক্ষের মৃত্যুতে নর্দান ইউনিভার্সিটি ট্রাস্ট চেয়ারম্যানের শোক

নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল এর অধ্যক্ষ প্রফেসর ডা. আনিসুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট ও নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ।

ফরেনসিক মেডিসিনের কিংবদন্তি ও নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও  হাসপাতালের অধ্যক্ষ ডা. আনিসুর রহমান মৃত্যুবরণ করেছেন।

সোমবার (১১ মে, ২০২০)  সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

ডা. আনিসুর রহমানের মৃত্যুতে প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ বলেন, ‘চিকিৎসা জগতে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র ছিলেন। ফরেনসিক মেডিসিনে তার অবদান সবাই স্মরণ রাখবে চিরদিন। তার মৃত্যুতে আমরা শোকাহত। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা  ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’

Leave a Comment