করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ঐচ্ছিক ছুটি কমতে পারে

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘ  সময় ধরে বন্ধ রাখা হয়েছে। ফলে এবছর একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ঐচ্ছিক শিক্ষা ছুটি সীমীত করার কথা ভাবা হচ্ছে বলে জানা গেছে। ফলে ঈদুল আজহার ছুটি কমিয়ে ১৫ দিনের পরিবর্তে ১০ দিন ও দুর্গাপূজার ছুটি ৭ দিনের পরিবর্তে ৩ দিন করা হতে পারে। পাশাপাশি শ্রেণিকক্ষে ক্লাসের সময় ৪০ মিনিটের পরিবর্তে ১ ঘণ্টা করা হবে। শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য এই পরিবর্তন আনার চিন্তা করা হচ্ছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেনের সঙ্গে ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্নিষ্টদের ভিডিও কনফারেন্সে এ বিষয়ে আলোচনা হলেও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। একাধিক বোর্ডের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন। 

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সচিব স্যারের সঙ্গে আলোচনা হয়েছে। বিষয়টি স্টাডির মাধ্যমে ওয়ার্কআউট করে আমরা তাকে দেবো। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

প্রসঙ্গগত, প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বব্যাপি ছড়িয়ে পড়েছে। গত ৮ মার্চ বাংলাদেশে এই ভাইরাস শনাক্ত হয়। শনাক্ত হওয়ার পর থেকেই এই ভাইরাসের সংক্রমণ রোধে নানা প্রদক্ষেপ গ্রহণ করছে সরকার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *