অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় আবারো বাড়লো

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় আবারো বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। গত ১৫ মার্চ ২য় দফায় সময় শেষ হলেও আগামী ৩১ মে পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় ফের বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে ইতিমধ্যে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা শিক্ষার্থীদের তথ্য সংশোধন করা যাবে।

সোমবার (২০ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ১ম দফায় ২৯ ফেব্রুয়ারি এবং (২য় দফায়) ১৫ মার্চ শেষ হয়। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় সঠিকভাবে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে সময়সীমা আগামী ৩১ মে পর্যন্ত পুনরায় বাড়ানো হলো। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের নাম, পিতার নাম, মাতার নাম, জন্মতারিখসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াবলী সংশোধন, সংযোজন বা বিয়োজন করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে ইতোপূর্বে বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন অনলাইনে (বিলম্ব ফি ব্যতীত নির্ধারিত খাতে সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিয়ে) করা যাবে। এই বর্ধিত তারিখের পর আর কোনো বাদপড়া শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বা সংশোধন বা সংযোজন করা যাবে না। এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কিংবা সংশোধনের কার্যক্রম সম্পন্ন না করলে দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *