করোনা পরিস্থিতিতে শুরু হচ্ছে এইচএসসি শিক্ষার্থীদের বিশেষ লাইভ ক্লাস

By মোঃ মিলন ইসলাম

Updated on:

Advertisements

করোনা পরিস্থিতিতে শুরু হচ্ছে এইসএসসি শিক্ষার্থীদের বিশেষ লাইভ ক্লাস:  করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষকদের স্বতঃস্ফুর্ত উদ্যোগে এইচএসসি শিক্ষার্থীদের জন্য আজকে শুরু হচ্ছে লাইভ ক্লাস।

এই লাইভ ক্লাস টি হবে এটুআই-এর কিশোর বাতায়ন ফেসবুক পেইজে। এ সংক্রান্ত একটি পোস্ট গতকাল (৯ এপ্রিল) এটুআই এর ফেসবুক পেজে দেয়া হয়। 

সেই পোস্টে বলা হয় করোনা ভাইরাস সৃষ্ট পরিস্থিতে শিক্ষকদের স্বতঃস্ফুর্ত উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিশেষ ক্লাস আজ ১০ এপ্রিল এটুআই -এর কিশোর বাতায়ন ফেসবুক পেইজে লাইভ ক্লাস করানো হবে। 

এইচএসসি পরীক্ষার্থীদের “আইসিটি ও পদার্থবিজ্ঞান” ক্লাস আজকে করানো হবে।

 
এটুআই-এর কিশোর বাতায়ন পেইজ:  https://www.facebook.com/konnect.edu.bd/
 
 

এবং পোস্টে আরো বলা হয় অন্য ক্লাসের শিক্ষার্থীদের জন্য ও ক্লাসের ব্যবস্থা হচ্ছে। বলা হয় , টিভির পাশাপাশি এবার শিক্ষকদের সাথে সরাসরি চলবে পড়াশোনা।

Leave a Comment