দাখিল পরীক্ষার খাতার ওএমআর জমা স্থগিতঃ করোনা ভাইরাসের কারণে দাখিল পরীক্ষার ওএমআর জমা নেওয়া স্থগিত করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। গতকাল ২৪ মার্চ মাদ্রাসা শিক্ষাবোর্ড এ সংক্রান্ত নোটিশ প্রকাশ করে।
প্রকাশিত নোটিশে বলা হয়,অনিবার্য কারণবশত দাখিল পরীক্ষার ওএমআর জমা দেওয়ার পূর্বনির্ধারিত তারিখ স্থগিত করার হলো। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা যথাশীগ্রই জানিয়ে দেয়া হবে বলে নোটিশে উল্লেখ্য করা হয়।
গত ৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। গত ২৭ ফেব্রুয়ারি শেষ হয় এসএসসি ও দাখিল ভোকেশনালের পরীক্ষা।আর গত ১ মার্চ শেষ হয় দাখিলের লিখিত পরীক্ষা।
দাখিল পরীক্ষার খাতার OMR জমা স্থগিত
করোনা ভাইরাসের কারণে গত ১৮ মার্চ এসএসসি পরীক্ষার খাতার ওএমআর শিট স্ক্যানিং কার্যক্রম স্থগিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
এদিকে করোনা ভাইরাস থেকে সুরক্ষা রাখতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আর এই বন্ধের সময়ে শিক্ষার্থীদের টেলিভিশনের মাধ্যমে পাঠদান করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জানা যায় ২৮ মার্চ থেকে টেলিভিশনের মাধ্যমে পাঠদান শুরু হবে।
Leave a Reply