করোনায় পেছাতে পারে এইচএসসি পরীক্ষা

বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষষ প্রাণঘাতী করোনা ভাইরাস । বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়ীয়েছে ১৪ জনে । এর মধ্যে গতকাল ১৮ মার্চ একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ফলে সকলের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এদিকে আগামী ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ২০২০ সালের এইচএসসি পরীক্ষা।

 ফলে আতঙ্কে রয়েছে শিক্ষার্থী-অভিভাবকসহ সংশ্লিষ্টরা। কেউ কেউ এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি করছেন। তবে ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা হবে কি না তা এখনই নিশ্চিত বলতে পারছে না কেউ। সংশ্লিষ্টরা বলছেন অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।

তবে বিভিন্ন সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট সুত্রে জানা যাচ্ছে এখন যে পরিস্থিতি রয়েছে তা চলমান থাকলে এইচএসসি পরীক্ষা কিছুদিন পেছানো হতে পারে। তবে করোনা ভাইরাসের পরিস্থিতি উন্নতির দিকে গেলে পেছানো হবে না এইচএসসি পরীক্ষা।

২০২০ সালের এইচএসসি পরীক্ষা পেছানো হলে এবং নতুন সময়সূচী প্রকাশ করা হলে লেখাপড়াবিডি ওয়েবসাইটের মাধ্যমে তা জানতে পারবেন।





About মোঃ মিলন ইসলাম 1011 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*