পৃথিবীর প্রধান ধর্মবিশ্বাসগুলো- পর্ব ০১

By tutorialsbangla

Updated on:

কয়েকটি পর্বে পৃথিবীর প্রধান ধর্মগুলো নিয়ে আলোচনা করবো। তার আগে বলে নেই ধর্ম শব্দের অর্থ কি? ইংরেজিতে যেটাকে রিলিজিয়ন নামে আমরা চিনি বাংলায় ধর্ম বলতে কিন্তু সেই শব্দটিকে বুঝায় না। ইংরেজিতে ‘Religion’ বলতে প্রাতিষ্ঠানিক রূপ আছে এমন ঈশ্বরকেন্দ্রীক বিশ্বাসকে বুঝায়।  বাংলায় ধর্ম বলতে যা ধারণ করা হয় তাকে বুঝায়। যেমনঃ আগুনের ধর্ম পোড়ানো। এইসব পার্থক্য নিয়ে আমাদের মাথাব্যথা নেই, দুটিই এখন একই অর্থে ব্যবহার করা হয় তাই আমরাও ধর্ম শব্দটিকে রিলিজিয়ন অর্থেই ব্যবহার করবো।

প্রধান বিশ্বাসগুলো

আমরা প্রধান বলছি অনুসারী সংখ্যা বিবেচনায়। অনুসারী সংখ্যা বিবেচনায় নিলে প্রধান চারটি ধর্ম হচ্ছে-

  • খ্রিস্ট ধর্ম
  • ইসলাম ধর্ম
  • হিন্দু ধর্ম
  • বৌদ্ধ ধর্ম

এছাড়া ভারতীয় উপমহাদেশে প্রচলিত অন্যান্য ধর্মবিশ্বাস গুলো হচ্ছে-

  • জৈন ধর্ম
  • শিখ ধর্ম
  • আজীবিক ধর্ম ইত্যাদি(হিন্দু আর বৌদ্ধ ধর্ম এর আওতায় পড়ে)

দূর প্রাচ্যে প্রচলিত বিশ্বাসগুলো হচ্ছে-

  • শিন্টো ধর্ম
  • তাও ধর্ম
  • দূর প্রাচ্যের বৌদ্ধ দর্শন
  • কনফুসিয়ানিজম ইত্যাদি

মধ্যপ্রাচ্যের ধর্মগুলো হচ্ছে-

  • ইহুদি ধর্ম
  • খ্রিস্ট ধর্ম
  • ইসলাম ধর্ম
  • বাহাই ধর্ম
  • ইয়াজিদি ইত্যাদি

এছাড়া এর বাইরে আছে-

  • মর্মনিজম
  • জরুথ্রুস্টীয়
  • রাস্তাফারি ইত্যাদি

আজকে না হয় এই পর্যন্তই থাক। আপনাদের আগ্রহ থাকলে পর্যায়ক্রমে বিভিন্ন ধর্মকে আমার জ্ঞান, ইন্টারনেটের তথ্য আর নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে উপস্থাপন করা যাবে।

তথ্যসূত্রঃ

  1. Religion-Wikipedia
  2. ধর্ম- লেখক ডট মি

Leave a Comment