২০১৯ সালের বিবিএ ( অনার্স ) ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষ ৪র্থ সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ০৫ /০৩/২০২০ তারিখ থেকে ২০১৯ সালের বিবিএ ( অনার্স ) ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষ ৪র্থ সেমিস্টার পরীক্ষার অনলাইনে আবেদন ফরম পূরণ করা যাবে।
পরীক্ষার্থীর ডাটা এন্ট্রি , নিশ্চয়ন , বিবরণী ফরম পূরণ ও জমা দেয়ার তারিখঃ
- পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফরম পূরণের আবেদন করার তারিখ: ০৫ /০৩/২০২০ হতে ১৫/০৩/২০২০ পর্যন্ত
- শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃন্ত আবেদন ফরম কলেজে জমা দেয়ার শেষ তারিখ: ১৫ /০৩ /২০২০ তারিখ
- শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ ( কলেজ কর্তৃক ): ১৬ / ০৩ / ২০২০
- গােনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ (কলেজ কর্তৃক): 18/03/2020
- Pay Slip , ফি বিবরণী , ও অন্যান্য কাগজপত্র সষ্টি শথির জমার তারিখ: ১৯ /০৩ /২০১০
- আমেদাকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( www . nu . ac . bd . info/thm ) form Fill – up এ গিয়ে Apply to online form Fill – up ( For student ) লিংকে ক্লিক করে নিজের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ও ওয়েবসাইটর নির্দেশনা থানুযায়ী নিজের ডাটা এন্ট্রি করতে হবে । ডাটা এন্ট্রির প্রক্রিয়া সম্পন্ন হলে , অনলাইন থেকে একটি পূরণকৃত আবেদন ফরম প্রিন্ট করে নিতে হবে ।পূরণর্কৃত ফরমটিতে পরীক্ষার্থীর বিষয় কোড় এবং , ফি উল্লেখ থাকবে ।
- ফিসহ প্রিন্টকৃত আবেদন ফরমে দুইটি অংশ থাকবে । উভয় অংশে অধ্যক্ষ স্বাক্ষর করার পর উপরের অংশ পরীক্ষার্থী সংরক্ষণ করবে এবং নিচের অংশটি আবেদকারী স্বাক্ষর করে কলেজ কর্তৃক নির্ধারিত ডেস্কে জমা দিতে হবে।
Leave a Reply