নর্দান ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো নবাগত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা-২০২০

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর স্থায়ী ক্যাম্পাসে নবাগত সংবর্ধনা ও ফাল্গুন উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়েছে। ২২শে ফেব্রুয়ারি ২০২০ (শনিবার) নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন এর
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ।

নবাগত ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত এই নবীন বরণ ও ফাল্গুন উৎসবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এর ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাঈম, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপ উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো: হুমায়ুন কবির ও ট্রেজারার প্রফেসর ড. মো. একরামুল ইসলাম।

প্রধান অতিথি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ বলেন, ‘তথ্য প্রযুক্তির যুগে তোমাদেরকে জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে।’

কাউন্সিলর আনিসুর রহমান নাঈম বলেন, ‘আমরা গর্বিত নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর স্থায়ী ক্যাম্পাস আমাদের এই এলাকাতে প্রতিষ্ঠিত হওয়ায়। আমরা এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা করতে চাই।’

বাংলাদেশ টেকনিক্যাল শিক্ষা বোর্ডের সচিব মো. মাহবুবুর রহমান বলেন, ‘তোমরা কোন বিশ্ব¦বিদ্যালয়ে লেখাপড়া করছো, সেটা বড় বিষয় না। তোমরা কি শিখছো এবং জাতীকে কি উপহার দিচ্ছো সেটাই দেখার বিষয়।’

দিনব্যাপী এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, অবিভাবক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে। বিকেলে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*