ফিনান্স ও ব্যাংকিং
প্রথম অধ্যায়
সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী?
ক. মুনাফা অর্জন
খ. সমাজকল্যাণ
গ. আয় বৃদ্ধি
ঘ. রপ্তানি বৃদ্ধি
২। বাণিজ্য ঘাটতি পূরণে কোনটি বিশেষ ভূমিকা রাখে?
ক. তৈরি পোশাক
খ. চিংড়ি রপ্তানি
গ. রেমিট্যান্স
ঘ. কাঁচামাল রপ্তানি
৩। ব্যবসায়ের মূল চালিকাশক্তি কোনটি?
ক. অর্থায়ন
খ. মুনাফা
গ. সুষ্ঠু পরিচালনা
ঘ. মানবসম্পদ
৪। আর্থিক ব্যবস্থাপকরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করেন?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৫। নিচের কোন দেশটিকে অর্থায়ন বিকাশের মূল চারণভূমি বলা হয়?
ক. যুক্তরাজ্য
খ. ইতালি
গ. জার্মানি
ঘ. যুক্তরাষ্ট্র
৬। কখন যুক্তরাষ্ট্রে চরম মন্দা শুরু হয়েছিল?
ক. ত্রিশের দশকে
খ. চল্লিশের দশকে
গ. পঞ্চাশের দশকে
ঘ. ষাটের দশকে
৭। নিচের কোনটি বাংলাদেশের আমদানি পণ্য?
ক. মেশিনারিজ
খ. তৈরি পোশাক
গ. পাটজাত দ্রব্য
ঘ. কৃষিজাত দ্রব্য
৮। সরকারি অর্থায়নের আয়ের উৎস-
i. ট্রেজারি বিল
ii. প্রাইজবন্ড
iii. সরকারি হাসপাতাল
নিচের কোনটি সঠিক?
ক. i.
খ. i. ও ii.
গ. i. ও iii.
ঘ. i, ii. ও iii
৯। একমালিকানা ব্যবসায়ে তহবিল সংগ্রহের প্রধান উৎস কোনটি?
ক. ব্যাংকঋণ
খ. মালিকের নিজস্ব তহবিল
গ. গ্রাম্য মহাজন
ঘ. ঋণপত্র বিক্রয়
১০। কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়নের প্রক্রিয়া ভিন্ন হয়?
ক. অংশীদারি ব্যবসায়
খ. একমালিকানা ব্যবসায়
গ. সমবায় সমিতি
ঘ. যৌথ মূলধনী ব্যবসায়
১১। নিচের কোনটির জন্য শেয়ার বিক্রয় করা হয়?
ক. চলতি আয়
খ. স্থায়ী মূলধন
গ. চলতি দায়
ঘ. চলতি মূলধন
১২। পাবলিক লি. কম্পানির সর্বনিু সদস্য সংখ্যা কত জন?
ক. ২ জন খ. ৭ জন
গ. ২০ জন
ঘ. ৫০ জন
১৩। কম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধিতে সহায়তা করে-
i. গ্রাহকসেবা
ii. মুনাফার হার
iii. প্রতিষ্ঠানের সুনাম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরগুলো মিলিয়ে নাও
১. খ ২. গ ৩. ক ৪. ক ৫. ঘ ৬. ক ৭. ক ৮. খ ৯. খ ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. ঘ।
সং গ্রহে: জনকন্ঠ
Leave a Reply