স্বপ্নের বাংলা

Advertisements

দেশ আমাদের বাংলা,
এসেছে বহু হামলা!
করছে কাজ আমলা,
হয়না চুরির মামলা!

করছে চুরি-ছিনতায়,
আছে সমাজ চিন্তায়!
করে শত লড়াই,
করছি জয়ের বড়াই!

মাদকাসক্ত যুব সমাজ,
আছে পড়ে নেশায়!
তাইতো বলি সুশিক্ষার,
আছে বিরাট অভাব!

হুজুগে মাতাল হওয়া,
আমরা বাঙ্গীর স্বভাব!

Leave a Comment