লেখা-পড়া কবিতা! February 20, 2020 Raj Khan Rifat লেখালেখি 0 আমার বই, আমার খাতা, ইচ্ছে আমার নদী। সকাল হলে পড়তে বসব, আকঁব আমি ছবি। .পাঠশালা তে যাব আমি, উড়াল দিয়ে ডানা।মেঘের সাথে খেলা করে, কাটবে বিকেল বেলা। .সূর্য্য মামা অস্ত যাবে, আসবে আধার নেমে।সাঝের বেলায় প্রদীপ জেলে, যাব পড়ার ঘরে।
Leave a Reply