লেখা-পড়া কবিতা!

আমার বই, আমার খাতা,
ইচ্ছে আমার নদী।

সকাল হলে পড়তে বসব,
আকঁব আমি ছবি।
.

পাঠশালা তে যাব আমি,
উড়াল দিয়ে ডানা।

মেঘের সাথে খেলা করে,
কাটবে বিকেল বেলা।
.

সূর্য্য মামা অস্ত যাবে,
আসবে আধার নেমে।

সাঝের বেলায় প্রদীপ জেলে,
যাব পড়ার ঘরে।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*