জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সম্মিলিত ফলাফল ২০২৩, অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ রেজাল্ট ২০২৩ প্রকাশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ ফলাফল প্রকাশ। ১৩ নভেম্বর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনার্স ৪র্থ বর্ষের সম্মিলিত এ ফলাফল পাওয়া যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে।
অনার্স ১ম,২য়,৩য় ও ৪র্থ বর্ষে বিভিন্ন কোর্সে সকল বিষয়ে পরীক্ষার্থীদের উত্তীর্ণ হওয়ার প্রেক্ষিতে তাদের CGPA সহ রেজাল্ট প্রকাশ করা হয়েছে।
এই ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results এবং SMS এর মাধ্যমে জানা যাবে।
অনার্স ৪র্থ বর্ষের CGPA ফলাফল প্রকাশ
অনলাইনে ফলাফল দেখুন এখানে
SMS এর মাধ্যমে যেভাবে ফলাফল জানবেন: যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে NU <Space> H4 <Space> Roll Number লিখে 16222 নম্বরে Send করে Result জানা যাবে।
এবং অনলাইনে অনার্স ৪র্থ বর্ষের CGPA রেজাল্ট ২০২৩ জানতে পারবেন (www.nu.ac.bd/results) থেকে রেজাল্ট জানা যাবে। CGPA দেখতে Consolidated Result দেখুন। এজন্য রোল / রেজিষ্ট্রেশন নাম্বার, পরীক্ষার সাল, ক্যাপচা কোড দিয়ে সিজিপিএ রেজাল্ট দেখতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম:
৮০ বা তদূর্ধ্ব = A+ = ৪.০০ বা ১ম বিভাগ
৭৫ থেকে ৭৯ = A = ৩.৭৫ বা ১ম বিভাগ
৭০ থেকে ৭৪ = A- = ৩.৫০ বা ১ম বিভাগ
৬৫ থেকে ৬৯ = B+ = ৩.২৫ বা ১ম বিভাগ
৬০ থেকে ৬৪ = B = ৩.০০ বা ১ম বিভাগ
৫৫ থেকে ৫৯ = B- = ২.৭৫ বা ২য় বিভাগ
৫০ থেকে ৫৪ = C+ = ২.৫০ বা ২য় বিভাগ
৪৫ থেকে ৪৯ = C = ২.২৫ বা ২য় বিভাগ
৪০ থেকে ৪৫ = D = ২.০০ বা ৩য় বিভাগ
৩৯ থেকে ০ = Fail = ০.০০
প্রকাশিত ফলাফল সম্পর্কে পরীক্ষার্থী অথবা সংশ্লিষ্ট কারাে কোন আপত্তি/অভিযােগ থাকলে তা আগামী এক
(০১) মাসের মধ্যে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়ােজনীয় তথ্য সহ লিখিতভাবে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মহোদয়কে জানাতে বলা হয়েছে।
Leave a Reply