এস.এস.সি. পরীক্ষা-২০২০
বাংলা ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)
পৌঁছে দাও এ নতুন খবর
অগ্রগতির ‘মেলে’।-এখানে ‘মেলে’ শব্দের অর্থ কী?
উত্তরঃ (গ) ডাকে
২। ‘বইপড়া’ প্রবন্ধ অনুসারে জাতির প্রাণে যথার্থ স্ফুর্তি লাভের উপায় কী?
উত্তরঃ (খ) মনকে সজাগ ও সরল রাখা
৩। সাহিত্যের কোন রূপের মূল লক্ষ্য গল্প বলা?
উত্তরঃ (গ) মহাকাব্য
৪। ‘বহিপীর’ নাটকের অনমনীয় ও মানবিক চরিত্র কোনটি?
উত্তরঃ (ঘ) তাহেরা
৫। ‘কপোতাক্ষ নদ’ কবিতার প্রেক্ষাপটে জন্মভূমির নদ কবিকে কোন স্নেহডোরে বেঁধেছে?
উত্তরঃ (ঘ) মায়ের
৬। দারোয়ানটা কাঙালির গায়ে হাত দিলনা কীসের ভয়ে?
উত্তরঃ (গ) অশৌচের
৭। ঝর্ণা কার অভিসারে ছুটে চলে?
উত্তরঃ (খ) সৌন্দর্য পিপাসুর
৮। উদ্দীপকের সাথে কোন কবিতার ভাবের মিল লক্ষ্য করা যায়?
উত্তরঃ (ঘ) আমি কোন আগন্তুক নই
৯। উক্ত ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?
উত্তরঃ (গ) খোদার কসম আমি ভিনদেশি পথিক নই
Leave a Reply