আবারো বাংলাদেশ সেনাবাহীনিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২০ হতে ৩০ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে ট্রেড-২ পেশায় পুরুষ ও মহিল ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যােগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপঃ
১। বিশেষ পেশা (ট্রেড-২)।
যোগ্যতা:
(১) বয়স। ২৪ জানুয়ারি ২০২১ তারিখে ১৭-২০ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)।
(২) শিক্ষাগত যােগ্যতা।:এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ – ২.৫০ পেয়ে উত্তীর্ণ। তবে পিডি এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে।
(৩) ট্রেড-২ এর পেশা সমূহ : কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ইকুইপমেন্ট এন্ড বুট রিপেয়ারার (ইএন্ডবিআর), ব্যান্ডসম্যান (বাদক), ব্রাসব্যান্ড, কার্পেন্টার, পেইন্টার ডেকোরেটর (পিডি), পেইন্টার এবং টেইলার।
আবেদন করার সময়সীমা:
আবেদন করার শুরুর তারিখ: ০২ ফেব্রুয়ারি ২০২০।
আবেদন করার শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২০।
বিজ্ঞপ্তিটি দেখুন ও ডাউনলোড করুন এখান থেকে
(৪) পেশা সংশ্লিষ্ট যােগ্যতাসমূহ:
(ক) কুক পেশায় যােগদানে আগ্রহী প্রার্থীদেরকে উন্নত মানের রান্নায় পারদর্শী হতে হবে।
(খ) ইএন্ডবিআর পেশায় যােগদানে আগ্রহী প্রার্থীদেরকেন্টু মেরামত/সেলাই এ পারদর্শী হতে হবে।
(গ) টেইলার পেশায় যােগদানে আগ্রহী প্রার্থীদেরকে সেলাই এর উপর ন্যূনতম ০৩ (তিন)
মাসের প্রশিক্ষণ থাকতে হবে, বিশেষ করে তাদেরকে শার্ট ও প্যান্ট সেলাই এ পারদর্শী হতে হবে।
(ঘ) কার্পেন্টার পেশায় যােগদানে আগ্রহী প্রার্থীদেরকে কাঠমিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে।
(ঙ) পিডি/পেইন্টার পেশায় যােগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে।
(চ) ব্যান্ডসম্যান (বাদক), ব্রাস ব্যান্ড পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, বিবি ক্লারিনেট, ইবি ক্ল্যারিনেট, বিবি ট্রামপেট
ইত্যাদি) পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
খ। শারীরিক যোগ্যতা– পুরুষ ও মহিলা।
পুরুষ:
উচ্চতা (ন্যূনতম) ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) ।
ওজন: নুন্যতম ৪৯.৯০ কেজি
বুকের মাপ নুন্যতম:
স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি।
মহিলা:
উচ্চতা (ন্যূনতম) ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি) ।
ওজন: নুন্যতম ৪৭ কেজি
বুকের মাপ নুন্যতম:
স্বাভাবিক ২৮ ইঞ্চি ও স্ফীত ৩০ ইঞ্চি
Leave a Reply