POEM -Salman Ahmed Sizar

By Sa Sizar

Updated on:

Advertisements

বাংলার মা শেখ হাসিনা আপনার নাম,
তাইতো মা সৎ নেতৃত্বে আপনি পেয়েছেন বিশ্ব সুনাম।

বাংলার মা আপনি পেয়েছেন বঙ্গবন্ধুর আদর্শ শিক্ষা,
তাই আমরা শিক্ষিত হতে পেরেছি, আর কারো কাছে চাই না ভিক্ষা।

আপনার শিক্ষায় ও আদর্শে অনুপ্রেরিত মা-বোনেরা,
তাই দেখছে সারা বিশ্ব মানুষ ছিনিয়ে আনছে বঙ্গালি মেয়েরা।
আপনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নতির শিখরে,
বাংলাদেশের মানুষ ভুলবেনা কোনদিন আপনারে।

মা আপনিই জয় করেছেন ১৮ কোটি মানুষের মন,
আপনিই বাংলাদেশের প্রতিটি মানুষের সবচেয়ে বেশি আপনজন।

Leave a Comment