সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্বপ্ন বিতরণের লক্ষ্যকে সামনে রেখে, প্রথমবারের মতো হাজির হয় স্বপ্নের ফেরিওয়ালা। ১ টাকার বিনিময়ে শতাধিক অপ্রকাশিত স্বপ্ন পূরনের প্রত্যাশা নিয়ে এবার বটবৃক্ষ ছিলো সি আর বি তে।
সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার চেষ্টায় বটবৃক্ষের আয়োজিত এই স্বপ্নের দোকান। যেখানে একটি কলমের দাম পাঁচ টাকা বা একটি বইয়ের দাম ২০ টাকা নয়। পুরো দোকান জুড়েই এক টাকা মূল্যের স্বপ্ন ক্রয়-বিক্রয়ে মুখরিত ছিলো আজকের সি আর বি প্রাঙ্গন।
কল্পনা করা যায়…?? এ যেন শায়েস্তা খাঁর আমলকেও হার মানিয়েছে। স্বপ্ন নয় এটাই সত্যি।
এমন সস্তায় শিক্ষার সামগ্রী মিলবে বটবৃক্ষের স্বপ্নের দোকানে। মূলত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আগ্রহ বাড়িয়ে তুলা এবং আজকের শিশু আগামীর ভবিষ্যৎ কথাটার মাহাত্ম্য উপলব্ধি করার জন্যই বটবৃক্ষ এমন প্রয়াস নিয়েছেন বলে জানান বটবৃক্ষের সদস্য বৃন্দরা। তাই তাদের ওই দোকানের নাম “স্বপ্নের দোকান”। যেখানে এক টাকার বিনিময়ে শিক্ষার স্বপ্ন বিতরণ করা হয়।
Leave a Reply