মো. ইকবাল হোসেন, বশেমুরবিপ্রবি: খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরপ্রবি) ভর্তি পরীক্ষার তারিখ একই দিনে নির্ধারণ করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন এই দুই বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে অংশ নিতে যাওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
খুলনা বিভাগের শিক্ষার্থীদের পছন্দের বিশ্ববিদ্যালয় হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। এছাড়াও নিকটবর্তী ও আসন সংখ্যা বেশি হওয়ায় খুব অল্প দিনে ঢাকা বিভাগের গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। আর এসব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেয়ার ইচ্ছে অনেক শিক্ষার্থীদের।
ভর্তি বিজ্ঞপ্তির সূত্রে জানা গেছে, খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ৫ আগস্ট ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে খুলনা বিশ্ববিদ্যালয়ে ২রা নভেম্বর সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত “সি” ইউনিট (বিবিএ) ও দুপুর দেড়টা থেকে ৩টা “বি” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অপরদিকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ২৯ আগস্ট ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২রা নভেম্বর সকাল ১০টা থেকে “ডি” ইউনিট ও দুপুর ৩টা থেকে “ই” ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে অংশ নিতে চাওয়া বাণিজ্য ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে।
ক্যারিয়ার গঠনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ছুটতে হয় এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে। ভর্তি পরীক্ষার তারিখ একই দিনে হলে অনেকেই একই দিনে একসাথে দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না।
উল্লেখ্য খুলনা বিশ্ববিদ্যালয় গত ৫ আগস্ট ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গত ২৯ আগস্ট ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করলে বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
বশেমুরবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক এসএম গোলাম হায়দার জানান, আমাদের এক লাখের বেশি পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এত শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার মতো জায়গা বিশ্ববিদ্যালয়ে নেই। বিভিন্ন স্কুলে পরীক্ষা নিতে হয়। এজন্য শুক্রবার ও শনিবার পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে।
Leave a Reply