বেল্লাল স্যার হলেন আশুগঞ্জ সারকারখানার একজন শিক্ষক। তিনি একদিন ক্লাস ৩ এর সি সেকশনে “মোহনা ১০ টি আম সমান ভাগে ভাগ করলে তার কাছে কয়টি আম থাকলো?” এই অংকটা solve করাচ্ছিলেন।
তন্ময় ও ফারুক ক্লাসে মনযোগ না দিয়ে গল্প করছিল।স্যার তা খেয়াল করলেন।
স্যার তন্ময়কে জিজ্ঞেস করলেন, মোহনা কে? তন্ময় বললো,কে স্যার আমি তো চিনি না।
স্যার বললেন সুন্দরী মেয়েটাকেও চিনস না ও কে?
এখন ফারুক স্যারকে জিজ্ঞেস করলো, স্যার আপনি বুঝলেন কেমনে যে মোহনা সুন্দরী? প্রশ্নে তো বলা নাই???
Leave a Reply