ছাত্র শিক্ষক বাংলা কৌতুক

বেল্লাল স্যার হলেন আশুগঞ্জ সারকারখানার একজন শিক্ষক। তিনি একদিন ক্লাস ৩ এর সি সেকশনে “মোহনা ১০ টি আম সমান ভাগে ভাগ করলে তার কাছে কয়টি আম থাকলো?” এই অংকটা solve করাচ্ছিলেন।

তন্ময় ও ফারুক ক্লাসে মনযোগ না দিয়ে গল্প করছিল।স্যার তা খেয়াল করলেন।

স্যার তন্ময়কে জিজ্ঞেস করলেন, মোহনা কে? তন্ময় বললো,কে স্যার আমি তো চিনি না।

স্যার বললেন সুন্দরী মেয়েটাকেও চিনস না ও কে?

এখন ফারুক স্যারকে জিজ্ঞেস করলো, স্যার আপনি বুঝলেন কেমনে যে মোহনা সুন্দরী? প্রশ্নে তো বলা নাই???        





About Sifat Viper 18 Articles
ঢাকা কমার্স কলেজের ছাত্র। লেখালেখি আমার শখ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*