ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক কবিতা

By MijanOfficial

Updated on:

Advertisements

ডেঙ্গু

লিখেছেনঃ মোকছেদুল ইসলাম লিম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা)

দেশে এবার এলো মহামারি নিয়ে
হাসপাতাল ক্লিনিকে যদি দেখি গিয়ে
হাজার হাজার ভাই বোনেরা পাচ্ছে কি কষ্ট
দেশের বড় বড় নেতাদের মাথা করেছে নষ্ট

অনেকেই উড়িয়ে দিচ্ছে কেশে
মুহুর্তেই ছড়িয়ে পড়ছে সারা দেশে
কিছুতেই কমছে না এর প্রভাব
তাই আমাদের পরিবর্তন করতে হবে স্বভাব

পানি যেন জমে না থাকে টবে
যদি কিছুটা কমে তবে
প্রতিদিন খেতে হবে প্রচুর পানি
তাহলে রোগ থেকে রক্ষা পাব জানি

খেয়াল রাখব যেন না কামড়ায় মশা
খাওয়ার পরে ডাস্টবিনে ফেলব ফলের খোসা 
পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে নিয়মিত
তাহলেই দেশ থেকে ডেঙ্গু হবে বিতারিত।

Leave a Comment