ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের উপায়সমূহ জেনে নিনঃ
১)বেইজমেন্টের পানির ট্যাংক,নির্মাণকাজে ব্যবহৃত চৌবাচ্চা,ওয়াসার পানির মিটার,অব্যবহৃত বালতি,ড্রাম,পানি রাখার মটকা, মগ ইত্যাদি একনাগারে ৩ দিনের বেশি জমতে দিবেন না।
২)বাড়ির ছাদে,উঠানে এবং দুই দালানের মাঝে স্যাতস্যাতে করে রাখবেন না বা পানি জমতে দিবেন না।
৩)বাড়ির আশেপাশের ঝোঁপঝাড় ও আঙ্গিনা পরিষ্কার রাখুন।
৪)দিনের বেলায় ও ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।
আসুন মশার উৎপত্তিস্থল ধ্বংশ করি।ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে বাঁচি।
Leave a Reply