জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির আবেদন শুরু ২২ মে , ক্লাস শুরু ০৩ জুলাই

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হবে আগামী ২২ মে। অনলাইনে আবেদন গ্রহণ চলবে ০৯ জুন পর্যন্ত।

প্রার্থীদের অনলাইন আবেদন ফরম আগামী ১১ জুনের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। ০৩ জুলাই থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

অনার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রম শুরু ২২ সেপ্টেম্বর থেকে
২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ অনার্স (প্রফেশনাল) অনলাইন আবেদন গ্রহণের তারিখ পরে জানানো হবে । প্রার্থীদের অনলাইন আবেদন ফরম ——- মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। প্রথম বর্ষ অনার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি করা শিক্ষার্থীদের ক্লাস শুরু ——–।

একই অথবা দু’টি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো প্রার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

যথাসময়ে দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়কওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর পাশাপাশি লেখাপড়া বিডিতেও প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: মশিউর রহমানের সভাপতিত্বে রোববার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায়  প্রফেসর ড. মো. মশিউর রহমান, ট্রেজারার প্রফেসর মো. নোমান উর রশীদ, স্কুল অব আন্ডার গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মো. নাসির উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক আইসিটিসহ সব বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।





About লেখাপড়া বিডি ডেস্ক 1527 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*