তথ্য প্রযুক্তি বিষয়ক সাধারন জ্ঞান

১)মহাশূন্যে প্রেরিতপ্রথম উপগ্রহ-স্পুটনিক ১।
২)কৃত্তিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে উর্ধে-৩৬০০ কিঃমি।
৩)সর্বপ্রথম মিনি কম্পিউটার তৈরি হয় ১৯৬৪ সালে
৪)বর্তমান বিশ্বে প্রথম স্বয়ংক্রিয় কম্পিউটার আইবিএম মার্ক ১।
৫)লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক ট্যাভেলড লিনাক্স।
৬)বিশ্বে প্রথম কম্পিউটার প্রোগ্রামার অ্যাডা লাভলেস।
৭)আধুনিক ল্যাপটপের জনক-বিল মোগরিজ।
৮)মোবাইল ফোনের জনক মার্টিন কুপার।
৯)ওয়েবের জনক টিম বার্নার্স লি
১০)গুগলের জনকঃল্যারি পেজ ও সার্জে ব্রিন।
১১)ই বুকের জনকঃমাইকেল স্টার্ন হার্ট।
১২)গুগল ই বুকের যাত্রা শুরুঃ২০১০ সালে।
১৩)ভিডিও গেমসের জনকঃরাল্ফ এইচ বেয়ার।
১৪)টেলিভিশনের জনকঃজন এল বিয়ার্ড।
১৫)লেজার কবে আবিষ্কৃত হয়ঃ১৬ মে, ১৯৬০।
১৬)মজিলা কর্পোরেশনের প্রতিষ্ঠা হয়ঃ৩ আগস্ট ২০০৫ সালে।
১৭)অ্যাপল প্রতিষ্ঠিত হয়ঃ১ এপ্রিল১৯৭৬ সালে।
১৮)পারমাণবিক বোমার আবিষ্কারকঃওপেনহাইমার।
১৯)নোকিয়ার জনকঃফ্লেডিক আইডেসটাম।
২০)বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণকালঃ১১মে,২০১৮।





About Sifat Viper 18 Articles
ঢাকা কমার্স কলেজের ছাত্র। লেখালেখি আমার শখ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*