প্রিলিমিনারী টু মাস্টার্স ২০১৭-২০১৮ সেশনে ১ম মেধাতালিকায় সুযোগ প্রাপ্তদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য

প্রিলিমিনারী টু মাস্টার্স ২০১৭-২০১৮ সেশনে ১ম মেধাতালিকায় সুযোগ প্রাপ্তদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ

১ম মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণের সময়সীমাঃ ১৫-০৭-২০১৯ থেকে ২২-০৭-২০১৯ এবং সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার সময়সীমাঃ ১৬-০৭-২০১৯ থেকে ২৩-০৭-২০১৯

★★★ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবেঃ

১/ অনলাইন থেকে মূল আবেদন ফর্মের – ২ সেট ( অবশ্যই A4 অফসেট সাদা কাগজে কালার প্রিন্ট করতে হবে)।

২/ প্রাথমিক আবেদনের প্রবেশপত্র -২সেট।

৩/ পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজ ৪টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।

৪/ স্নাতক (পাস) এর সনদপত্র/প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি – ২ সেট।

৫/ স্নাতক (পাস) পরীক্ষার নম্বরপত্র।

৬/ স্নাতক (পাস) পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি – ২ সেট।

৭/ এসএসসি ও এইচএসসি পরীক্ষার নাম্বার পত্র/ প্রসংশা পত্র/ সার্টিফিকেট মূল এবং ২সেট ফটোকপি সত্যায়িত ( কিছু কলেজে মূল কপি রাখে না)

৮/ টাকা জমার রশিদ। (কিছু কলেজে শিওর ক্যাশের মাধ্যমে টাকা দিতে হয় সে ক্ষেত্রে টাকা প্রদানের ট্রানজেকশন আইডি সংগ্রহ রাখতে হবে)

৯/ চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*