তোমাকে ভালোবেসেছি বলে
কলঙ্কিনী অপবাদে আজ
আমার আর জলে চোখ ভরে না।
সবাই কি আর ভালোবাসতে পারে?
হৃদয় জমিন কতটা প্রশস্ত হলে
ভালোবাসার এমন আবাদ করা যায়!
ভালো না বাসলে তা জানা যায় না।।
তোমায় ভালোবেসেছি বলে
নিলর্জ্জ বেহায়া হতে আজ
আমার বিবেক আর বাধা দেয় না।
সবাই কি আর উদার হয়ে ভালোবাসতে জানে?
মনের গভীরতা কতটা হলে
এভাবে ভালোবাসায় আগলে রাখতে জানে?
কষ্ট ছাড়া এমন অনুভূতি পরিমাপ হয় না।
তোমাকে ভালোবেসে আমি
দেউলিয়ার খাতায় নাম লিখেছি।
বক্ষপিন্জর ভেদ করে সমস্ত হৃদয়
শুধু তোমার নামেই উইল করেছি।
কতটা ভালো বাসলে মনের কোণের
অবশিষ্ট চার বিগত জমিটাও দান করা যায়
ভালো না বাসলে জানা হতো না।
তোমাকে ভালবাসি,প্রচন্ড ভালোবাসি
পরিমাপ,পরিমাণ নিণর্য় নিছক কল্পনা।
তোমাকে ভালোবাসি বলেই
তোমার মাঝে আমার শুরু
তোমার মাঝে শেষ ঠিকানা।
Leave a Reply