বৃহত্তর ময়মনসিংহ মানবসম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স প্রফেশনাল এর ইফতার মাহফিল ও কমিটি নির্বাচন সম্পন্ন

বৃহত্তর ময়মনসিংহ মানবসম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স প্রফেশনাল এর ইফতার মাহফিল ও কমিটি নির্বাচন গতকাল ২৪ মে ২০১৯ ইং তারিখ গাজীপুরে অনুষ্ঠিত হয়। এতে টাঙ্গাইল, নেত্রকোণা, শেরপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও জামালপুর প্রভৃতি জেলার বেসরকারী রপ্তানী মুখী উৎপাদন শিল্পে কর্মরত মানবসম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যগণ কমিটি নির্বাচনে ভোটাভোটিতে অংশগ্রহণ করেন। এটি প্রথম কমিটি নির্বাচন হল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Sustainable Management System(SMS) এর সিইও আব্দুল আলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SEDEX এর ডিরেক্টর আ হ ম কামরুজ্জামান চৌধুরী। এছাড়াও বিভিন্ন কারখানায় কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বৃহত্তর ময়মনসিংহের কমিউনিটি উন্নয়নের জন্য সংগঠনের প্রয়োজনীয়তা ও অঙ্গীকার ব্যক্ত করেন। উপস্থিত সবাই খুবই আনন্দঘন পরিবেশে ইফতার ও কমিটি নির্বাচনে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ খাইরুল ইসলাম।

১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে নির্বাচিত হলেন যারা-

১. সভাপতি- শাহ মুহাম্মদ জিকরুল ইসলাম সুজন,
২. সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- শাহ মোঃ ফারুক হোসেন তালুকদার,
৩. ভাইস প্রেসিডেন্ট- মাহবুবুল হাসান রুকন,
৪. সাধারন সম্পাদক- এম জি কিবরিয়া,
৫. সহকারী সাধারন সম্পাদক- মাহফুজুর রহমান,
৬. সাংগঠনিক সম্পাদক- শফিকুর রহমান রাসেল,
৭. প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক- মোঃ আতাউর রহমান,
৮. প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোঃ খাইরুল ইসলাম,
৯. ক্রীড়া ও বিনোদন সম্পাদক- নাসির উদ্দিন,
১০. নারী ও কল্যাণ সম্পাদক- শাহনাজ পারভিন,
১১. কোষাধ্যক্ষ- আরিফ রব্বানী রনি,
১২. দপ্তর সম্পাদক- মোঃ আজহারুল ইসলাম,
১৩. কার্যকরী সদস্য- দিলারুবা খানম,
১৪. কার্যকরী সদস্য- রুকসানা আকতার,
১৫. কার্যকরী সদস্য- সুলতান আহমেদ,
১৬. কার্যকরী সদস্য- তাহমিনা সিমা ও
১৭. কার্যকরী সদস্য- তাহমিনা আক্তার।





About Md. Khairul Islam 7 Articles
মোঃ খাইরুল ইসলাম ইতিহাস বিভাগে অধ্যয়ন করেছেন ময়মনসিংহের প্রখ্যাত আনন্দ মোহন কলেজে। তিনি পড়ালেখা অবস্থায় লেখালেখির সাথে যুক্ত রয়েছেন। ফেসবুকে নানান ধরণের লেখালেখি করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি সামাজিক উন্নয়নমূলক কাজে বেশ ভালভাবেই যুক্ত রয়েছেন। ফেসবুক ব্যবহার করে সামাজিক উন্নয়নমূলক প্লাট ফর্ম তৈরি করেছেন। ঈদ্গাহ বন্ধু সমাজ(ইবিএস) সংগঠনের চীফ কোঅরডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পোশাক শিল্পে মানবসম্পদ ও প্রশাসন বিভাগে একটি কারখানায় সহ ব্যবস্থাপক হিসেবে চাকুরী করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*