১৭তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২০ । ntrca.teletalk.com.bd

NTRCA Teachers Job Circular 2019
NTRCA Teachers Job Circular 2019

১৭তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২০  প্রকাশিত হয়েছে। সপ্তদশ শিক্ষক নিবন্ধন (17 তম NTRCA) এর পরীক্ষা 2020 বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA )এর  অধীনে অনুষ্ঠিত হবে।  শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি  NTRCA এর অফিশিয়াল ওয়েবসাইট www.ntrca.gov.bd & www.ntrca.teletalk.com.bd তে প্রকাশ করা হয় । আজকে আমরা এনটিআরসিএ -এর ১৭তম শিক্ষক নিবন্ধন নিয়ে আলোচনা করব ।

১৭তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২০

শিক্ষক নিবন্ধন প্রশ্নব্যাংক পিডিএফ

 গুরুত্বপূর্ণ তথ্য

*আবেদন শুরু : ২৩ জানুয়ারি ২০২০ (বেলা ৪টা)

আবেদন শেষ : ১২ ফেব্রুয়ারি ২০২০ (রাত ১২টা)

১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ/ প্রিলিমিনারি পরীক্ষার তারিখ: স্থগিত

আবেদন লিংক: ntrca.teletalk.com.bd

আবেদনের শ্রেণি বিন্যাসঃ
• স্কুল পর্যায় বলতে সহকারী শিক্ষক, শরীরচর্চা শিক্ষক, সহকারী মৌলবি, এবতেদায়ি প্রধান ও প্রদর্শক পদকে বুঝায়।
• স্কুল পর্যায়-২ বলতে ট্রেড ইন্সট্রাক্টর, জুনিয়র মৌলবি, জুনিয়র শিক্ষক (সাধারণ) ও এবতেদায়ি ক্বারী পদ বুঝায়।
• কলেজ পর্যায় বলতে প্রভাষক/ইন্সট্রাক্টর (টেক)/ইন্সট্রাক্টর (নন-টেক) পদকে বুঝায়।

17 তম NTRCA শিক্ষক নিবন্ধনের জন্য সরকারি ঠিকানা হল www.ntrca.gov.bd । এই ওয়েবসাইটে আপনি ১৭তম শিক্ষক নিবন্ধন সার্কুলার এর সকল তথ্য পাবেন। 17 তম NTRCA শিক্ষক নিবন্ধন অনলাইন আবেদনের ঠিকানা হল http://ntrca.teletalk.com.bd । এখান থেকে আপনি অনলাইন আবেদন থেকে শুরু করে ১৭তম শিক্ষক নিবন্ধন এডমিট কার্ড ডাউনলোড সহ 16তম শিক্ষক নিবন্ধন সার্কুলার রেজাল্ট দেখতে পারবেন ।

১৭তম শিক্ষক নিবন্ধনের আবেদন পদ্ধতি

প্রার্থীকে http://ntrca.teletalk.com.bd এই ঠিকানা থেকে আবেদন করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার  পর প্রার্থীর যোগ্যতা অনুযায়ী পদ নির্বাচন করতে হবে।শিক্ষাগত যােগ্যতার ক্ষেত্রে পরীক্ষায় অবতীর্ণ (Appeared) কোন প্রার্থীর আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না

তারপর প্রার্থীকে আবেদন ফর্ম পূরণ করেতে হবে।

আবেদন করার পর প্রার্থীকে 72 ঘন্টার মধ্যে টাকা পরিশোধ করতে হবে ।  আবেদনকারীকে Applicant’s Copy তে প্রদত্ত User ID ব্যবহার করে এসএমএস প্রদান করতে হবে । এসএমএসের মাধ্যমে ফি প্রদানের প্রক্রিয়াটি নিচে দেওয়া হল।

প্রথম SMS: NTRCA<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

দ্বিতীয় SMS: NTRCA<Space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে

১৭ তম শিক্ষক নিবন্ধন সিলেবাস

স্কুল লেভেল সিলেবাস ডাউনলোড

স্কুল লেভেল ২ সিলেবাস ডাউনলোড

কলেজ লেভেল সিলেবাস ডাউনলোড





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*