আকাশে খুব মেঘের গর্জন
দখিনে বইছে ঝড়োহাওয়া
তোলপার করে দিচ্ছে সব
একটু পরে নামলো বৃষ্টি।
আকাশ আর পারলো সইতে
মেঘের কষ্টের ভার।
কিন্তু কেউ তো জানেনা
আকাশের মতো কত কষ্ট
দানা বেধেছে আমার বুকের
প্রতিটি পাজরে পাজরে।
কত যন্ত্রনার বিষে নীল হয়েছে
হৃদপিন্ডের অলিন্দ নীলয়।
ফুসফুসের বায়ু থলি গুলো
আজ শুধুই কষ্টে ভরা।
শুধু আমি পারিনি কাঁদতে।
আজ না হয় বৃষ্টির সাথে
আমিও একটু কাঁদি
কেউ দেখবেনা চোখের জল
কেউ জানবেনা কেঁদেছি কতো
ধুয়ে মুছে যাবে বৃষ্টিতে
বুকের জমানো কষ্ট যত।
আজ না হয় যতন করে
বৃষ্টি তোমার কাছে কাঁদতে চেয়ে
তোমার ওই জলের চাদরে
হৃদয়খানি ভাসায় আমার ইচ্ছে মতো।
Leave a Reply