ভালোবাসি – কাজী শফিকুল ইসলাম বিজয় এর কবিতা

Advertisements

রুপসী কন্না তুমি,
ময়ূরপঙ্খি চুল।
দিঘী চিরণ হাসি তোমার,
যে পদ্মা ফুটা ফুল।

চোখটা তোমার মুক্তা মনি,
পাগল করা কেশ।
চাইনা আমি হিরা মানিক,
চাই শুধু তোমায়।
ভালোবাসার নাও দৌরাব,
রংঙ্গীন দরিয়ায়।

না দেখিয়া পরলাম প্রেমে,
করলাম কি বড় ভুল?
বলব তোমায় ভালোবাসি,
করো নাকো দূর।

Leave a Comment