“আমার বন্ধু সৈনিক” — শাকিল আহম্মেদ এর কবিতা

আমার বন্ধু সৈনিক
— শাকিল আহম্মেদ ।
.
বিঃদ্রঃ কবিতাটি তার বন্ধু-মহলে “বাংলাদেশ সেনাবাহিনী”-তে সদ্য চাকরি পাওয়া বন্ধুদের প্রতি উৎসর্গিত ।
.
তোরা দেশের নতুন সৈনিক
রক্ষা করবি দেশ,
তোদের সেবায় গড়ে উঠুক
সোনার বাংলাদেশ।
.
বাল্য কালের বন্ধু তোরা
পড়তাম তোদের সাথে,
পড়ার ফাঁকে আড্ডা হতো
সকাল বিকেল রাতে।
.
চাকরি পেয়ে ব্যস্ত মানুষ
হয়ে গেছিস্ সবে,
সেই সোনালী দিন গুলো ভাই
আসবে ফিরে কবে?
.
বন্ধু তোরা ভালো থাকিস্
দোয়া করি সদা,
নিজের ভেতর তৈরি করিস্
দৃঢ় মানবতা ।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*