৩৯তম বিশেষ বিসিএস’র ফল প্রকাশ, ৪৭৯২ চিকিৎসককে নিয়োগের সুপারিশ

চিকিৎসকদের জন্য ৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৪৭৯২ জনকে সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

এ পরীক্ষায় সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশভাবে করা শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৫৪২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে সুপারিশ করা প্রার্থীর সংখ্যা ২৫০ জন।

গত বছরের ৩ আগস্ট ৩৯তম বিশেষ বিসিএসে এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সহকারী সার্জন পদে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ছিলো ৩২ হাজার ৫৬৮ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ছিলো ৫ হাজার ১৪৫ জন। এরমধ্যে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৫৩১ জন্য প্রার্থী উত্তীর্ণ হয়। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২০১৮ সালের ১০ অক্টোবর শুরু হয়।

ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এর পাশাপাশি লেখাপড়া বিডি তেও পাওয়া যাচ্ছে।

৩৯তম বিশেষ বিসিএস এর ফলাফল ডাউনলোড করুন





About লেখাপড়া বিডি ডেস্ক 1531 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*